শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদর্শনী

শিক্ষা সভার ইতিহাস জাদুঘরের একটি উদ্যোগ

আমরা তোমাদের
ভুলবো না...

স্বাধীনতার জন্য, সাধারণ মানুষের মর্যাদাপূর্ণ জীবনের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মদান করেছিলেন বহু মায়ের বহু সন্তান। দেশ প্রেমিক এ সন্তানদের মাঝে ছিলেন বহু বুদ্ধিজীবী- শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখকসহ নানা পেশার মানুষ। নিরাপদ জীবনের নিশ্চয়তাকে হেলায় দূরে ঠেলে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁরা।

দেশের তরে, দেশের সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করা এ পূর্বসূরীদের কি ভুলে যাওয়া সম্ভব? আমরা তাঁদের ভুলে যেতে পারি না। তাঁরা আলো হয়ে আমাদের পথ দেখাবেন- এ প্রত্যাশায় তাঁদের পরিচয় আর সংক্ষিপ্ত জীবনকথা কিংবা ঘটনা নিয়ে সাজানো এ প্রদর্শনী।

এ প্রদর্শনী সাধারণ শিক্ষার্থীদের ও শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছাশ্রমে তৈরি। ক্ষুদ্র এ প্রদর্শনীকে সময়ের সাথে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবে শিক্ষা সভা। আমাদের সাধ্যমত প্রচেষ্টার পরও কোনো ভুল/ত্রুটি রয়ে যেতে পারে। ত্রুটির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আমরা তা সংশোধন করে নেব। এছাড়া এ প্রদর্শনী নিয়ে যে কোনো প্রস্তাবনা শুনতে আমরা আগ্রহী।

আনোয়ার পাশা, শিক্ষক, সাহিত্যিক

আলতাফ মাহমুদ, সুরকার, সংস্কৃতিকর্মী

মুনীর চৌধুরী, শিক্ষক, সাহিত্যিক

গোবিন্দ চন্দ্র দেব, শিক্ষক, দার্শনিক

ডাক্তার আলীম চৌধুরী, চিকিৎসক

সেলিনা পারভীন, সাংবাদিক

জ্যোতির্ময় গুহঠাকুরতা, শিক্ষক, প্রাবন্ধিক

ধীরেন্দ্রনাথ দত্ত, রাজনীতিবিদ, আইনজীবী

ন আ ম ফয়জুল মহী, শিক্ষক

মোফাজ্জল হায়দার চৌধুরী, গবেষক, প্রাবন্ধিক

মেহেরুন্নেসা, কবি

শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক, সাহিত্যিক

সিরাজুদ্দীন হোসেন, সাংবাদিক

ফজলে রাব্বী, চিকিৎসক

মোহাম্মদ মোর্তজা, চিকিৎসক

মহিউদ্দীন হায়দার, অনুষ্ঠান সংগঠক, রেডিও পাকিস্তান

১৯৭১ সালে আমরা হারিয়েছি অনেক

শিক্ষক

চিকিৎসক

প্রকৌশলী

সাহিত্যিক

সাংবাদিক

শিল্পী

আইনজীবী

রাজনীতিবিদ

সাংস্কৃতিক কর্মী

দেশপ্রেমিক সন্তানকে

অনেক বুদ্ধিজীবী একাত্তরের মুক্তিযুদ্ধে তাঁদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। তাঁদেরই কয়েকজনের নাম, ছবি, তাঁদের নিয়ে বিভিন্ন স্থানে নির্মিত ফলকের ছবি, ইত্যাদি যুক্ত করা হল। ধীরে ধীরে এ তালিকায় তাঁদের পরিচয়, ঘটনাসহ অন্যান্য তথ্য যোগ করার চেষ্টা করব আমরা।

কৃতজ্ঞতা স্বীকার

স্মৃতি ফলকের ছবি তুলে আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন যাঁরা:

  • সৌমি চক্রবর্তী, রংপুর মেডিকেল কলেজ
  • চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন
  • নাবিলা মোনায়েম, নাজিয়া নওরিন, ঢাকা মেডিকেল কলেজ
  • নওশিন নওয়েল রচয়িতা, নাজিয়া আনিকা মাহমুদ মিশিলা, ময়মনসিংহ মেডিকেল কলেজ
  • রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ

তথ্য ও ছবিসূত্র

  • স্মৃতি: ১৯৭১
  • দৈনিক প্রথম আলো
  • বাংলাপিডিয়া

এ প্রদর্শনী সাধারণ শিক্ষার্থীদের ও শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছাশ্রমে তৈরি। ক্ষুদ্র এ প্রদর্শনীকে সময়ের সাথে আরও সমৃদ্ধ করার চেষ্টা করবে শিক্ষা সভা। এর মাধ্যমে শিক্ষা সভার ইতিহাস জাদুঘরের যাত্রা শুরু হল।
আমাদের সাধ্যমত প্রচেষ্টার পরও কোনো ভুল/ত্রুটি রয়ে যেতে পারে। ত্রুটির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে আমরা তা সংশোধন করে নেব। এছাড়া এ প্রদর্শনী নিয়ে যে কোনো প্রস্তাবনা শুনতে আমরা আগ্রহী।